Skip to main content

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষা ২০২০

 ২০২০ সাল ভিত্তিক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরিক্ষার প্রথম ধাপ আগামী ২২/৪/২০২০ ইং তারিখে শুরু হতে যাচ্ছে। 




পদেরর নামঃ সহকারী শিক্ষক (প্রাথমিক বিদ্যালয়)

গ্রেডঃ ১৩ ( জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১১০০০-২৬৫৯০ টাকা ) 

বয়সঃ 

সর্বনিম্নঃ ২১ বছর( ২০ অক্টোবর, ২০২০ ইং তারিখে) 

সর্বোচ্চঃ ৩০ বছর 

[৩২ বছর, মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে](২৫ মার্চ, ২০২০ ইং তারিখে)

যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক বা স্নাতক(সম্মান) বা সমমানের ডিগ্রি। 

নিয়োগ পাবেঃ ৪৫ হাজারের বেশী।


ইতোমধ্যে খাগড়াছড়ি জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার অনুষ্ঠিত হয়েছে ০৮ এপ্রিল শুক্রবার বিকাল ২.৩০ মিনিটে। 

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের এ পরিক্ষাটি হচ্ছে মোট তিনটি ধাপে। প্রতিটি ধাপে নিদিষ্ট সংখ্যক জেলায় অনুষ্ঠিত হবে শিক্ষক নিয়োগের এ পরিক্ষাটি।


প্রথম ধাপের পরিক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে ২২ এপ্রিল ২০২২ ইং তারিখে, দ্বিতীয় ধাপ পরিক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে ২০ মে ২০২২ ইং তারিখে। তৃতীয় ধাপের পরিক্ষাটি ৩ জুন ২০২২ ইং তারিখে হওয়ার কথা থাকলেও পরে তা ২৭ মে ২০২২ ইং তারিখে নির্ধারণ করা হয়। তবে একই দিনে বিসিএস এর ৪৪ তম প্রিলিমিনারি পরিক্ষার তারিখ হওয়ার পরে তা আবার পিছিয়ে ৩ জুন ২০২২ ইং তারিখে নেয়া হয়।


প্রথম ধাপঃ




২য় ধাপঃ




৩য় ধাপঃ




পরিক্ষার্থীর সংখ্যাঃ

ঢাকা বিভাগঃ ৪ ৫২ ৭৬০ জন

চট্টগ্রাম বিভাগঃ ৩ ৮২ ৭৬০ জন

রাজশাহী বিভাগঃ ৩ ৬২ ৯২৫ জন

খুলনা বিভাগঃ ২ ৪৮ ৭৩০ জন

বরিশাল বিভাগঃ ২ ৫৫ ৮২৭ জন

সিলেট বিভাগঃ ১ ২০ ৬২৩ জন

রংপুর বিভাগঃ ২ ৯৪ ৩৬৮ জন

ময়মনসিংহ বিভাগঃ ২ ৮২ ৩৬৮ জন


প্রত্যেক ধাপের পরিক্ষার আগে ওই এলাকার প্রার্থীদের এডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করার সুযোগ থাকবে।


এডমিট ডাউনলোডের লিংক


আন্তঃমন্ত্রণালয় এক সভা শেষে ১২ এপ্রিল, ২০২২ ইং তারিখে জানানো হয়, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করবেন একজন করে ম্যাজিস্ট্রেট ।


পরীক্ষাকেন্দ্রের আইন শৃঙ্খলা বজায় রাখা ও প্রশ্নপত্র ফাঁস রোধে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে উক্ত সভায়। সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠান ও প্রশ্ন ফাঁস রোধে পুলিশ, র‌্যাব, আনসার সদস্যদের পাশাপাশি সাদা পোশাকধারী পুলিশ নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে।

পরিক্ষা শুরুর কমপক্ষে একঘন্টা আগে পরিক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরিক্ষার সময় NID কার্ড সাথে রাখতে হবে।


মময়মনসিংহের একটি কেন্দ্র সংগ্রহ করা দিক নির্দেশনা ও সিট প্লানের নমুনাঃ







Comments

Popular posts from this blog

পুলিশ ভেরিফিকেশন ফর্ম (ডাউনলোড লিংক এবং নমুনা সহ)

   এখানে ক্লিক  করে ফর্মটি ডাউনলোড করে নিন। নিচের দেখানো পদ্ধতিতে ফিলাপ করে ফেলুন। বিঃদ্রঃ নমুনাতে প্রথম ৩ পেজ দেখানো হলেও পিডিএফ ফর্ম ৪ পেজের। শেষের পেজটি ক্ষেত্রবিশেষে প্র‍য়োজন হতে পারে। নিজ দায়িত্বে জেনে নিন।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষার প্রথম ধাপের প্রশ্ন

 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষা ২০২০ এর প্রপথম ধাপের পরিক্ষা অনুষ্ঠিত হল ২২/৫/২০২২ ইং তারিখে। সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হয় প্রথম ধাপের পরিক্ষাটি। দ্বিতীয় ও তৃতীয় ধাপের পরিক্ষাও একই সময়ে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের পরিক্ষার প্রশ্নঃ

10 bank SO MCQ 2023