Skip to main content

কৃষক পরিবারের মেয়েদের জন্য শিক্ষা বৃত্তি

 বাংলাদেশের প্রান্তিক কৃষি পরিবারের মেয়েদের স্নাতক পর্যায়ে পড়াশোনার জন্য বায়ার গ্রুপ স্নাতক পর্যায়ের জন্য দিচ্ছে "বায়ার স্কলারশিপ ২০২২"





বায়ার স্কলারশিপ পেতে হলেঃ

  • প্রার্থীকে অবশ্য মেয়ে হতে হবে
  • প্রার্থীকে অবশ্যই কৃষক করিবার থেকে আসতে হবে
  • ওই কৃষক পরিবার থেকে প্রার্থীকে প্রথম বিশ্ববিদ্যালয়ে আসা সদস্য হতে হবে
  • প্রার্থীর অবশ্যই ১০+২, মোট ১২ বছরের শিক্ষাজীবন পূর্ণ থাকতে হবে।



আপনি যদি নিজেকে যোগ্যতাসম্পন্ন প্রার্থী মনে করেন, তাহলে নিম্নে প্রদত্ত নিয়মানুযায়ী আবেদন করুন আজই।


আবেদন লিংক

আবেদনের শেষ সময়ঃ ২ মে ২০২২ ইং তারিখ

আবেদনের ওয়েবসাইটটি বাংলাদেশি অবস্থিত দুইটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের একটি এশিয়ার ইউনিভার্সিটি(ফর উইমেন) এর।  


Comments

Popular posts from this blog

পুলিশ ভেরিফিকেশন ফর্ম (ডাউনলোড লিংক এবং নমুনা সহ)

   এখানে ক্লিক  করে ফর্মটি ডাউনলোড করে নিন। নিচের দেখানো পদ্ধতিতে ফিলাপ করে ফেলুন। বিঃদ্রঃ নমুনাতে প্রথম ৩ পেজ দেখানো হলেও পিডিএফ ফর্ম ৪ পেজের। শেষের পেজটি ক্ষেত্রবিশেষে প্র‍য়োজন হতে পারে। নিজ দায়িত্বে জেনে নিন।

10 bank SO MCQ 2023

 

BB Officer General 2020 written exam Question