Skip to main content

বাংলাদেশ ব্যাংক, সিনিয়র অফিসার(জেনারেল) এডমিট ডাউনলোড (Job ID: 10146)


প্রবেশপত্র ডাউনলোড

সমন্বিত ৮ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।

পদের নামঃ সিনিয়র অফিসার (জেনারেল)।

পদ সংখ্যাঃ ১০৬৯ টি

জব আইডিঃ 10146 

আগামী ১৯/০৫/২০২২ তারিখের মধ্যে ওয়েবসাইট হতে প্রবেশপত্র সংগ্রহের জন্য পরামর্শ দেয়া যাচ্ছে।


আমরা যারা চাকুরি প্রত্যাশী তাদের জন্য ব্যাংক জব একটি লোভনীয় সুযোগ। আর যদি সেই ব্যাংক হয় বাংলাদেশ ব্যাংক তাহলে কথাই নেই। উন্নত চাকরির পরিবেশ ভাল বেতন সব মিলিয়ে সোনায় সোহাগা। 

চাকরির জন্য পড়াশোনার প্রস্তুতি নেয়া যেমন প্রয়োজন তেমনি চাকরির জন্য সময়মতো এপ্লাই করা, এডমিট সংগ্রহ করা, সময়মতো পরিক্ষা কেন্দ্রে যাওয়াও কিন্তু প্রস্তুতির অংশ।

আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে এপ্লাই করার পর একটি নির্দিষ্ট সময়ে এডিমিট কার্ড ডাউনলোড করার জন্য বলা হয়। কেও যদি সে সময়ে এডমিট কার্ড ডাউনলোড করতে ব্যার্থ হয় তাহলে পরে তাকে আর এডমিট কার্ড ডাউনলোড করার সুযোগ দেয়া হয় না। তবে এই সময়ের মাঝে যদি আপনি এডমিট কার্ড ডাউনলোড করে থাকেন এবং এর পর যদি তা হারিয়েও ফেলেন তারপরেও আপনি চাকরির পরিক্ষায় কয়েকদিন আগে এই এডমিট কার্ড আবার তুলতে পারবেন। কিন্তু প্রথমবার যদি আপনি এডমিট কার্ড ডাউনলোড না করে থাকেন তাহলে আর কখনই আপনি সেই এডমিট কার্ডটি  ডাউনলোড করতে পারবেন না। আর এডমিট কার্ড না থাকলে তো পরিক্ষা দেয়ার প্রশ্নই আসে না। তাই যারা এই পোস্টে এপ্লাই করেছি তাদের উচিত এখুনি এডমিট ডাউনলোড করে নেয়া।



খুব সহজেই এডমিট কার্ড ডাউনলোড করতেঃ

(১)এডমিট ডাউনলোড করতে নিচের লিংকে প্রবেশ করুন।


ডাউনলোড লিংক


(২) এরপর  Download অপশন থেকে  Admit Card অপশনে প্রবেশ করুন


(৩) এর পর job tracking number এবং password দিয়ে এডমিট ডাউনলোড করে নিতে পারেন।


(৪) যদি আপনার পাসওয়ার্ড মনে না থাকে তাহলে যে পোস্টের জন্য এপ্লাই করেছেন সেটি সিলেক্ট ব্যাবহার করে আপনার CV ID দিয়েও এডমিট ডাউনলোড করতে পারেন।


এখনই উপরের পদ্ধতিতে আপনার মূল্যবান এডমিট কার্ডটি ডাউনলোড করে ফেলুন।


Comments

Popular posts from this blog

10 bank SO MCQ 2023

 

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষার প্রথম ধাপের প্রশ্ন

 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষা ২০২০ এর প্রপথম ধাপের পরিক্ষা অনুষ্ঠিত হল ২২/৫/২০২২ ইং তারিখে। সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হয় প্রথম ধাপের পরিক্ষাটি। দ্বিতীয় ও তৃতীয় ধাপের পরিক্ষাও একই সময়ে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের পরিক্ষার প্রশ্নঃ

প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রাপ্তি স্বীকার ফর্ম

 প্রাপ্তি স্বীকার ফর্ম এর পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ইমেজ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন