Skip to main content

Posts

Showing posts from April, 2022

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি Spelling

গত ২০ এপ্রিলে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেখানে Selling অংশ থেকে তিনটি প্রশ্ন এসেছিলো। সামনে ২০ মে এবং ৩ জুন যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ধাপের পরিক্ষা অনুষ্ঠিত হবে। আসন্ন এই পরিক্ষায় এই অংশ থেকে প্রশ্ন আসা খুবই স্বভাবিক। তাই প্রস্তুতি সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ এই Spelling গুলো শিখে রাখা খুবই জরুরি। 1. Achievement (2018,2013,2012,2010) 2. Accelerate (2018,12, 14) 3. Assessment(2010,14) 4. Adulteration (2018,09,13) 5. Acquiescence (2013) 6. Acclamation (2013) 7. Accessible (2005,10,11,13) 8. Agreeable (2012) 9. Agriculture (2012) 10. Ascertain (2012) 11) Accession (2011) 12) Acquaintance (2010) 13) Assignment (2010) 14) Alleviation (2010) 15) Absorb (2010) 16) Accommodation (2007) 17) Bouquet (2006,09,10,15) 18) Bureaucrat (2012,13,15) 19) Brochure (2012) 20) Believable. (2010) 21) Barrier (2010) 22) Belligerent (2009) 23) Committee (2010,15) 24) Catastrophe (09,13,14) 25) Conqueror (09,1314) 26) Collaboration (06,10,11,12 13) 27) Connoisseur (09,13) 28). Co

অতি গুরুত্বপূর্ণ ইংরেজি সাহিত্যের কিছু প্রশ্ন

 1. Edmund Spenser ( কবিদের কবি ) লিখিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হল- =>The Faerie Queene. 2. Sir Philip Sidney এর বিখ্যাত সাহিত্য সমালোচনা মূলক গ্রথ - An Apology for Poetry 3.Thomas Kyd এর বিখ্যাত Tragedy (revenge tragedy) এর নাম ? =>The Spanish Tragedy 4.Who wrote famous play "Doctor Faustus"- =>Christopher Marlowe. 5.Famous play "Volpone" and "The Silent Woman" are written by- [37th BCS] =>Ben Jonson.. 6."The Duchess of Malfi" (play)  is written by- =>John Webster. 7.Robert Herrick তার কোন কবিতার জন্য বেশি পরিচিত? =>To Daffodils. 8.John Milton তার কোন epic এর জন্য বিখ্যাত ? Paradise Lost. 9."The Pilgrim's Progress" কার বিখ্যাত গ্রথ? John Bunyan. 10 The famous novel "Robinson Crusoe" is written by-  =>Daniel Defoe. 11. William Congreve এর রচিত বিখ্যাত নাটক ? The Way of the World. 12 Thomas Gray এর বিখ্যাত elegy -- => Written in a Country Churchyard. (36th BCS, 37th BCS) 13. Jonathan Swift এর বিখ্যাত উপন

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরিক্ষার জন্য গুরুত্বপূর্ণ ইংরেজি প্রশ্ন ( প্রথম কিস্তি)

 1// Which one of the following words is masculine?  a) widow  b) widower =Ans:  c) mare  d) duc)hess 2. A speech of too many words is called_ a) a big speech  b) maiden speech  c) a verbose speech =Ans: d) an unimportant speech 3// Call to mind" means__ a) fantasize  b) remain  c) reduce  d) recall =Ans: 4// Ruma talked as if she _my Mobile Phone.  a) stolen  b) had stolen =Ans:  c) stole  d) steals 5// The correct spelling is_  a) Humorious  b) Successfull  c) Assignment =Ans:  d) apointment 6// The government gave_ _the demand of the people.  a) in to =Ans:  b) in  c) too  d) by 7// One should be careful about_duty. a) ones  b) his  c) her  d) one's =Ans: 8// The antonym of the word "Inimical" is_  a) hostile  b) hated  c) friendly =Ans:  d) friendship 9// A person who writes about his own life _ a) a autobiography  b) a biography  c) an autobiography =Ans:  d) a diary 10// Boot leg" means_  a) smoking  b) smuggle =Ans:  c) export  d) import 11// Who is the g

কৃষক পরিবারের মেয়েদের জন্য শিক্ষা বৃত্তি

 বাংলাদেশের প্রান্তিক কৃষি পরিবারের মেয়েদের স্নাতক পর্যায়ে পড়াশোনার জন্য বায়ার গ্রুপ স্নাতক পর্যায়ের জন্য দিচ্ছে "বায়ার স্কলারশিপ ২০২২" বায়ার স্কলারশিপ পেতে হলেঃ প্রার্থীকে অবশ্য মেয়ে হতে হবে প্রার্থীকে অবশ্যই কৃষক করিবার থেকে আসতে হবে ওই কৃষক পরিবার থেকে প্রার্থীকে প্রথম বিশ্ববিদ্যালয়ে আসা সদস্য হতে হবে প্রার্থীর অবশ্যই ১০+২, মোট ১২ বছরের শিক্ষাজীবন পূর্ণ থাকতে হবে। আপনি যদি নিজেকে যোগ্যতাসম্পন্ন প্রার্থী মনে করেন, তাহলে নিম্নে প্রদত্ত নিয়মানুযায়ী আবেদন করুন আজই। আবেদন লিংক আবেদনের শেষ সময়ঃ ২ মে ২০২২ ইং তারিখ আবেদনের ওয়েবসাইটটি বাংলাদেশি অবস্থিত দুইটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের একটি এশিয়ার ইউনিভার্সিটি(ফর উইমেন) এর।  

প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ এর প্রথম ধাপের পরিক্ষার সমাধান।

২২/৪/২০২২ ইং তারিখে অনুষ্ঠিত হওয়া প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ এর প্রথম ধাপের পরিক্ষার সমাধান। সেট কোড: ৩০৭১ ১। If the price is low, demand ___ উত্তরঃ will increase  ২। 2x = 3y + 5 হলে 4x – 6y = কত? উত্তরঃ 10 ৩। ৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সবোর্চ্চ কতগুলো চারা রোপণ করা যাবে? উত্তরঃ ৫১ ৪। ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’-পঙতিটি কার? উত্তরঃ মদনমোহন তর্কালংকার  ৫। There is ___ milk in the bottle. উত্তরঃ A little  ৬। ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয়? উত্তরঃ (ক) ১৭ আগস্ট ২০১৭ ৭। এসডিজি (SDG) এর কোন অভীষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত? উত্তরঃ ৪ ৮। ‘যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানেনা’- বাকক্যটির বাক্যসংকোচন নিচের কোনটি? উত্তরঃ অজ্ঞাতকুলশীল ৯। 32 এর 2 ভিত্তিক লগারিদম কত? উত্তরঃ 5 ১০। What is an epic? উত্তরঃ a long poem ১১। ৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৮০%? উত্তরঃ ৬০ ১২। নিচের কোন বাক্যটি শুদ্ধ? উত্তরঃ সূূর্য পূর্বদিকে উদিত হয় ১৩। ০.০০০১ এর বর্গমূল কোনটি? উত্তরঃ .০১ ১৪। ‘কার্যে বিরতি

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষার প্রথম ধাপের প্রশ্ন

 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষা ২০২০ এর প্রপথম ধাপের পরিক্ষা অনুষ্ঠিত হল ২২/৫/২০২২ ইং তারিখে। সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হয় প্রথম ধাপের পরিক্ষাটি। দ্বিতীয় ও তৃতীয় ধাপের পরিক্ষাও একই সময়ে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের পরিক্ষার প্রশ্নঃ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষা ২০২০

 ২০২০ সাল ভিত্তিক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরিক্ষার প্রথম ধাপ আগামী ২২/৪/২০২০ ইং তারিখে শুরু হতে যাচ্ছে।  পদেরর নামঃ সহকারী শিক্ষক (প্রাথমিক বিদ্যালয়) গ্রেডঃ ১৩ ( জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১১০০০-২৬৫৯০ টাকা )  বয়সঃ  সর্বনিম্নঃ ২১ বছর( ২০ অক্টোবর, ২০২০ ইং তারিখে)  সর্বোচ্চঃ ৩০ বছর  [৩২ বছর, মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে](২৫ মার্চ, ২০২০ ইং তারিখে) যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক বা স্নাতক(সম্মান) বা সমমানের ডিগ্রি।  নিয়োগ পাবেঃ ৪৫ হাজারের বেশী। ইতোমধ্যে খাগড়াছড়ি জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার অনুষ্ঠিত হয়েছে ০৮ এপ্রিল শুক্রবার বিকাল ২.৩০ মিনিটে।  প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের এ পরিক্ষাটি হচ্ছে মোট তিনটি ধাপে। প্রতিটি ধাপে নিদিষ্ট সংখ্যক জেলায় অনুষ্ঠিত হবে শিক্ষক নিয়োগের এ পরিক্ষাটি। প্রথম ধাপের পরিক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে ২২ এপ্রিল ২০২২ ইং তারিখে, দ্বিতীয় ধাপ পরিক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে ২০ মে ২০২২ ইং তারিখে। তৃতীয় ধাপের পরিক্ষাটি ৩ জুন ২০২২ ইং তারিখে হওয়ার কথা থাকলেও পরে তা ২৭

বাংলাদেশ ব্যাংক, সিনিয়র অফিসার(জেনারেল) এডমিট ডাউনলোড (Job ID: 10146)

প্রবেশপত্র ডাউনলোড সমন্বিত ৮ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। পদের নামঃ সিনিয়র অফিসার (জেনারেল)। পদ সংখ্যাঃ ১০৬৯ টি জব আইডিঃ 10146  আগামী ১৯/০৫/২০২২ তারিখের মধ্যে ওয়েবসাইট হতে প্রবেশপত্র সংগ্রহের জন্য পরামর্শ দেয়া যাচ্ছে। আমরা যারা চাকুরি প্রত্যাশী তাদের জন্য ব্যাংক জব একটি লোভনীয় সুযোগ। আর যদি সেই ব্যাংক হয় বাংলাদেশ ব্যাংক তাহলে কথাই নেই। উন্নত চাকরির পরিবেশ ভাল বেতন সব মিলিয়ে সোনায় সোহাগা।  চাকরির জন্য পড়াশোনার প্রস্তুতি নেয়া যেমন প্রয়োজন তেমনি চাকরির জন্য সময়মতো এপ্লাই করা, এডমিট সংগ্রহ করা, সময়মতো পরিক্ষা কেন্দ্রে যাওয়াও কিন্তু প্রস্তুতির অংশ। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে এপ্লাই করার পর একটি নির্দিষ্ট সময়ে এডিমিট কার্ড ডাউনলোড করার জন্য বলা হয়। কেও যদি সে সময়ে এডমিট কার্ড ডাউনলোড করতে ব্যার্থ হয় তাহলে পরে তাকে আর এডমিট কার্ড ডাউনলোড করার সুযোগ দেয়া হয় না। তবে এই সময়ের মাঝে যদি আপনি এডমিট কার্ড ডাউনলোড করে থাকেন এবং এর পর যদি তা হারিয়েও ফেলেন তারপরেও আপনি চাকরির পরিক্ষায় কয়েকদিন আগে এই এডমিট কার্ড আবার তুলতে পারবেন। কিন্তু প্রথমবার যদি আপনি এডমিট কার্ড ডাউনলোড না